২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

চ্যাটবক্সে আরো অ্যাপ চালু করবে ডিসকর্ড

প্রতিদিনের ডেস্ক:
দীর্ঘদিন থেকে চ্যাটবক্সে অ্যাপ ও গেম যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে ডিসকর্ড। অ্যাক্টিভিটিস ফিচারের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছে। অ্যাপ ডেভেলপারদের জন্য একটি নির্দিষ্ট এসডিকে টুল চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি। এটি মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। খবর এনগ্যাজেট। নতুন এ কিটের মাধ্যমে ডেভেলপাররা অ্যাপ ও গেম তৈরি করতে পারবে, যা ডিসকর্ডের অভ্যন্তরে যুক্ত থাকবে।
ডিসকর্ড এক ব্লগ পোস্টে জানায়, একাধিক ডিসকর্ড ডেভেলপার ভাবছিল কবে তারা নিজদের অ্যাক্টিভিটিস অ্যাপ তৈরি করতে পারবেন। আগে এ টুল শুধু নির্বাচিত ডেভেলপারদের কাছে দেয়া হতো। বর্তমানে ডিসকর্ড ব্যবহারকারীরা চ্যাটে অংশ নেয়ার সময় ইউটিউব ভিডিও দেখা, তাশ খেলা ও হোয়াইটবোর্ড স্ক্রিন শেয়ার করতে পারে। তবে নতুন টুলটি আরো অনেক অ্যাপের ব্যবহার বাড়াতে অবদান রাখবে বলে মনে করছে ডিসকর্ড। অন্যদিকে প্লাটফর্মটি নতুন অ্যাপের ধারণা উপস্থাপন করার সুযোগ নিয়ে আসছে। প্রোগ্রামটির আওতায় ডেভেলপাররা অ্যাপের কনসেপ্ট উপস্থাপন করতে পারবে এবং ৩০ হাজার ডলার পর্যন্ত তহবিলে পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়