অগ্নিঝরা মার্চ

0
4

নীলা গুহ
অগ্নিঝরা মার্চের সপ্তদশ দিন আজ। মার্চ মাসের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।তার জন্মগ্রহণের মধ্য দিয়ে এই দেশের নতুন সূর্য উদিত হয়। তার সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। মার্চ মাসের প্রতিটি দিন বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের পরিণতিতে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। ১৯৭১-এর এই মার্চ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। ১৯৭১ সালের ১৭ মার্চ ঘটেছিলো কিছু ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে স্থান করে নিয়েছে আমাদের মনের মণিকোঠায়। ১৯২০ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান-ইয়াহিয়া খানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক সম্পন্ন হয়। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। জনগণকে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়। ভারতের ওপর দিয়ে বাংলাদেশগামী সকল বিদেশি বিমানের চলাচল নিষিদ্ধ। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানগামী সকল বিমানকে ভারতে একবার অবতরণ করতে বলা হয়। বিদেশি বিমানযোগে পশ্চিম পাকিস্তান থেকে সেনা বহন করে পূর্ব পাকিস্তান নেওয়া রোধ করতে ভারত সরকার এমন ব্যবস্থা নেয়।