যশোরে হাজার পিছ ইয়াবাসহ তিন কারবারী আটক

0
15

নিজস্ব প্রতিবেদক
যশোরে পুলিশি অভিযানে ১ হাজার পিছ ইয়াবাসহ তিনজন আটক হয়েছে। ঢাকা থেকে পরিবহন বাসযোগে এ মাদক বেনাপোলে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতরা হলো, ফরিদপুরের নগরকান্দা উপজেলার রাধাঁনগর পূর্বপাড়ার হৃদয় শেখ, ঢাকার ধামরাই উপজেলার বালিয়া পশ্চিম গ্রামের মনিরুজ্জামান খান সুমন ও শহরের ষষ্টিতলাপাড়ার রবিউল ইসলাম। ডিবি পুলিশ জানিয়েছে, রোববার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে দেশ ট্রাভেলস নামে একটি পরিবহনে দু’জন যাত্রী ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের বেনাপোলে যাচ্ছে। এ সংবাদ পেয়ে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে বাসটি থামানো হয়। পরে ওই বাসের মধ্যে পুলিশ গেলে দু’জন যাত্রী হৃদয় শেখ ও মনিরুজ্জামান সুমনের অবস্থান দেখে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা ট্যাবলেট আছে বলে জানায়। এসময় তাদের প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় তাদের আটক ও কোতয়ালি থানায় মামলা হয়েছে। এদিকে, সদর পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ জসিম উদ্দিন জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের ষষ্টিতলাপাড়া পিটিআই রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার পাখিপট্টির মৃত সফি মিয়ার ছেলে। পুলিশ বলেছে রবিউল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।