ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার

0
13

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। রোববার (২৪ মার্চ) উদ্ধার হওয়া জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৯ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে ছিলেন জেলেরা। এর আগে ১৫ মার্চ এমভি হানিফ নামের ওই ফিশিং ট্রলারটি পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। রোববার (২৪ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আসা ফোনের মাধ্যমে জানতে পারি এমভি হানিফ নামক একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ১৯ মার্চ থেকে সাগরে ভাসছে। ট্রলারে ১২ জন জেলে রয়েছেন। পরে কোস্টগার্ড স্টেশন দুবলা এবং কচিখালী থেকে বোট যোগে দুইটি উদ্ধারকারী দল অভিযানে রাতে ট্রলারসহ ১২ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার জেলেরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।