শরণখোলায় মরা গরুর মাংস বিক্রির সময় তিনজন আটক

0
11

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় অভিযান চালালে মাংস বিক্রেতা ৩ নং রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে হালিম হাওলাদার (৩০) মরা গরু জবাই করে বিক্রির সময় মাংস মাথাসহ অন্য অংশ রেখে পালিয়ে যায়। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের রায়েন্দা বাজার পাঁচ রাস্তায় অভিযান টের পেয়ে হালিম হাওলাদার মরা গরু জবাই করা মাংস মাথা সহ অন্যান্য অংশ ভ্যান গাড়িতে করে খালে ফেলানোর জন্য ভেরিবাধঁ সংলগ্ন সুইচগেটের কাছে নিয়ে যায়। তখন স্থানীয় জনসাধারণ বিষয়টি জেনে ফেলায় ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানের কারণে ভ্যানের উপর ড্রামের মধ্যে রাখা জবাই করা মরা গরুর মাংস মাথা ও অন্যান্য উপকরণ রেখে পালিয়ে যায়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম সেগুলো জব্দ করেন। এরপরে মরা গরু জবাই করে মাংস বিক্রেতা হালিমকে ধরার জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়। হালিমকে না পেয়ে তার দুই ভাই আল আমিন হাওলাদার ও ডালিম হাওলাদার সহ তার স্ত্রী জরিনা বেগমকে আইনি হেফাজতে আনা হয়। মরা গরুর জবাই করে মাংস বিক্রি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।