কালীগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

0
21

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় এজজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সঙ্গে আসামি শাহিন মন্ডল জাম্বু’র শালিসের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল পথে আসামি শাহিন মন্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পর দিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয়ে শাহিন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০জুন আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি শাহিন মন্ডল জাম্বুকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। দন্ডপ্রাপ্ত আসামি শাহিন মন্ডল কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে।