যশোরে ছেলের ছুরিকাঘাতে বাবা জখম

0
5

নিজস্ব প্রতিবেদক
যশোরে ইমাম হাসান জয় নামে এক মাদকাসক্ত যুবক তার হতভাগ্য বাবা জাহিদ শেখকে (৪৮) ছুরিকাঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) যশোর শহরের পূর্ববরান্দী মোল্লাপাড়া বাঁশতলায় এ ঘটনা ঘটে। আহত জাহিদ ওই এলাকার সফিয়ার রহমানের ছেলে।আহত জাহিদ শেখ জানান, এদিন সকাল ১০টার দিকে বাড়িতে ছিলাম। এসময় ছেলে ইমাম হাসান জয় একটি ঘটনাকে কেন্দ্র করে আমার পিঠে ও কোমরে ছুরিকাঘাত করে। এতে আমি গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার খন্দকার রেজওয়ান উদ দারাইন বলেন, জাহিদকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এ কারণে সার্জারি বিভাগের ডাক্তার নাজিব উদ্দিন তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য খুলনায় রেফার করেন।কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী ছেলেকে আটকের চেষ্টা চলছে।