স্পটিফাইয়ের নতুন ফিচার মিনিপ্লেয়ার

0
8

প্রতিদিনের ডেস্ক
ম্যাকও ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে স্পটিফাই। মিনিপ্লেয়ার নামের এ ফিচারটি বর্তমানে দুই অপারেটিং সিস্টেমের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। খবর গিজচায়না।
মিনিপ্লেয়ার নামের ফিচারটি ব্যবহারকারীদের পডকাস্ট ও গান শোনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। বিশেষ করে দ্রুত কোনো গান পরিবর্তন করতে হলে, সাউন্ড বাড়ানো কমানো বা গান পুনরায় শোনার বিষয়গুলো এখানে নিয়ন্ত্রণ করা যাবে। নতুন ফিচারের কারণে পুনরায় স্পটিফাইয়ের উইন্ডোতে প্রবেশ করতে হবে না। এসব অপারেটিং সিস্টেমে ফিচারটি ফ্লোটিং উইজেট হিসেবে কাজ করবে।
ব্যবহারকারীরা পছন্দানুযায়ী স্পটিফাই মিনিপ্লেয়ারের আকার পরিবর্তন করতে পারবে বলে জানা গেছে। স্পটিফাইয়ের তথ্যানুযায়ী, এতে পডকাস্ট ও গান উভয়ই সাপোর্ট করে। ফিচারটির মাধ্যমে ভিডিও পডকাস্টকে পিকচার-ইন-পিকচার মোডে নিয়ে দেখা যাবে এবং সব অপশন নিয়ন্ত্রণ করা যাবে। গানের শিল্পীর নাম, গানের নাম বা অ্যালবাম আর্টে ক্লিক করলে মিনিপ্লেয়ার ব্যবহারকারীকে স্পটিফাই অ্যাপে নিয়ে যাবে।