অগ্নিঝরা মার্চ

0
11

নীলা গুহ
অগ্নিঝরা ২৮ মার্চ, ১৯৭১। অগ্নিঝরা মার্চের আটাশতম দিন আজ। এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাঙালির হৃদয়ে। বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার লুকিয়ে আছে এই মাসের ভেতরে। ১৯৭১ সালের এই মাসে তীব্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। এই মার্চ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৮ মার্চ ঘটেছিলো কিছু ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। একাত্তরের ২৬ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রচার হওয়ার পর সারা দেশের মানুষ পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। লাঠি, বর্শাসহ স্থানীয়ভাবে তৈরি সাধারণ আস্ত্রশস্ত্র নিয়ে পাক বাহিনীর বিমান, বোমা, ট্যাঙ্ক ও ভারি অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তারা। চট্টগ্রাম শহর পাক বাহিনী তাদের নিয়ন্ত্রণে চলে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় বাঙালী সেনা এবং যশোর ও বরিশালে স্থানীয় মুক্তিযোদ্ধারা ব্যাপক সাফল্য পায়। অন্যদিকে লন্ডনে এদিন প্রবাসী বাংলাদেশীরা দেশের স্বাধীনতার পক্ষে বিক্ষোভ করে। এর ফলে সারাবিশ্বে পৌছে যায় যুদ্ধের বার্তা। স্বাধীনতার ঘোষণার সময় চট্টগ্রাম ও আশপাশের অধিকাংশ এলাকা ছিল বাঙালি সেনাদের দখলে। আন্ডরগ্রাউন্ড হিসেবে পরিচিতরা বরিশালের পেয়ারাবাগান থেকে যুদ্ধ শুরু করে। পুরো মুক্তিযুদ্ধে তারা ভারতে যায়নি। গোপনেই তারা যুদ্ধ চালাচ্ছিল।