আজ মাগফিরাতের অষ্টম দিন

0
13

আবু সাইদ মারুফ
১৮ রমজান, শুক্রবার। মাগফিরাতের দশকে জুমআ ও ক্ষমা লাভের অষ্টম দিন আজ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান মাসকে তিনটি বৈশিষ্ট দ্বারা বিন্যাস করা হয়েছে। আজ রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের অষ্টম দিন। মাগফিরাতের দশক সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য মহান আল্লাহর এক বড় অনুগ্রহ। তাই এ সময় সব রোজাদারকেই নিজেদের গুনাহ মাফে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা জরুরি। ইসলাম ধর্মে মাগফিরাতের সময় বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, এই মাসে যখন একজন রোজাদার সারা বছরের নেকি ও পুণ্যের ঘাটতি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা চালিয়ে যান এবং মাগফিরাতের ১০ দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন আল্লাহ তার গুনাহর খাতা মাফ করে দেন। এ দশকে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে গোনাহ থেকে মুক্তি দান করেন। এ দিনে মুমিন বান্দাহ তাঁর অন্তরকে আল্লাহর নূরের আলো দ্বারা আলোকিত করার একটি দোয়ার বাংলা উচ্চারণ ও অর্থ তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি’ আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আ’দায়ি’ ইলাত তিবায়ি’ আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা ক্বুলুবিল আ’রিফিন।
অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সেহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।
পরিশেষে: আল্লাহ তাআলা মাগফিরাতের দশকের অষ্টম দিন বরকতময় জুমআর দিন তাঁর নূর দ্বারা প্রত্যেক মুসলিম উম্মাহর অন্তরকে আলোকিত করে দিন। আমিন।