লোহাগড়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
10

রেজাউল করিম, লোহাগড়া
লোহাগড়ার ইতনার চর এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব ও অত্যাচারে অতিষ্ট হয়ে তাদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্থানীয় ৫ গ্রামের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকালে উপজেলার চরদৌলতপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইজাবুল শেখ, সৈয়দ কামাল হোসেন, মোহাম্মদ শিকদার, সোহরাব কাজী, লিচু কাজী, আবু শেখ প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণ লংকারচর গ্রামের মাদক কারবারী ইমরান কাজী, জিয়া চৌধুরী, পারভেজ কাজী, মুরাদ কাজী এবং রাশেদ কাজী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। এর ফলে এলাকার স্কুল –কলেজ পড়ুয়া ছাত্রসহ কিশোর যুবকরা মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে। মাদক ব্যবসায়ীদের এ ধরনের কাজ-কর্মের প্রতিবাদ গত বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী জিয়া চৌধুরী কৌশলে লংকারচর গ্রামের লিচু কাজীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পুলিশ লিচু কাজীকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেও পরে প্রকৃত ঘটনা জেনে তাকে ছেড়ে দেয় এবং অভিযুক্ত জিয়া চৌধুরীকে গ্রেফতার করে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন রায় বলেন, মাদক কারবারী জিয়া চৌধুরীকে ইয়াবাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করা হবে।