সলিল মজুমদারের পাঁচটি কবিতা

0
8

প্রতিদিনের ডেস্ক:
ডায়াবেটিস
গ্লুকোজের মাত্রাটা যখন বেশি
সাথে ডাক্তারের নিষেধ
তবে চিনিটা মন্থন করে নিয়ো চুম্বনে।
****
নদটার মতোই
নদটার মতোই
বগা হাইটা পাড় হয়
এইপার থেইকা ওইপার
উদাম বুক
পায়ের ছাপ তোমাদের
বিরতি নেই
চিড়ে চলছে ক্রমাগত বালু উত্তোলন।

****
মন রাখলে
পা বাড়ালে
সমুদ্র যায় সরে
কান পাতলে
পাখিরা যায় উড়ে
মন রাখলে
শূন্যতা ভর করে।

****

পদ্মপাতার বুকে
এই দেখো না কেমন করে
ঝরলো পাতা
হাওয়ার তোড়ে
নামলো বুঝি
বৃষ্টি এবার
মেঘের ডাকে
এমন করে
কে রাখে তারে
যখন সবাই নেয় শুষে
দেখো না কেমন করে আছে সুখে সে
এক ফোঁটায়
পদ্মপাতার বুকে।

****
মহানন্দার তীরে
দেখো
মহানন্দা
নামছে তীরে
ধীরে
শীত সন্ধ্যা…
একটু না হয় থেকে যায় পারে
যেদিকটায় রয়েছে গুদারা ঘাট
হয় মানুষ পারাপার
অশ্বথ বৃক্ষের নিচে প্রতীক্ষারত আমি
কোন মানুষটির কাছে গিয়ে বলি
এ-ই মানুষটিই আমার
আরেকটু না হয় থেকে যায় পারে…