হোসাইন আক্তারের কবিতা: বোধ

0
8

প্রতিদিনের ডেস্ক:
আমি মুক্তি খুঁজিনি অর্থ বিত্ত ক্ষমতা গৌরব ঐশ্বর্যে
খুঁজিনি মুক্তি তোমাদের ভণ্ডামিতে মনভুলানো মিষ্টি বাণীতে লোক দেখানো আদিখ্যেতায়;মিথ্যা জোচ্চুরি অহমিকা কপটতার নাগপাশ দিয়ে হাঁটতেও ঘৃণা হয়দুঃখ কষ্ট দারিদ্র্য দুর্দশাকে আলিঙ্গন করেও সত্য থেকে বিমুখ হতে চাইনি।
আমি কেবল চেয়েছি বাবার ওষুধ, মায়ের অন্ন, বউয়ের কাপড়, মেয়ের রংপেন্সিল
ভাইয়ের কাঠপেন্সিল, বোনের নোলক আর জগতের মানুষের কল্যাণ।বেশ এতটুকু চাওয়া আমার তবুও পূরণে অক্ষম; কেন এই ব্যর্থতা কে নেবে এর দায়?তাই তো ফিরেছি সুদূর অতীতে গেলাম বাবার কাছে,বাবা বললেন, ‘জ্ঞানই শক্তি জ্ঞানই ধর্ম। তাই তো করো জ্ঞানের অন্বেষণ।’মা বললেন, ‘যদি পেতে চাও সত্যের সন্ধান, সৎ হও বাবা সরল পথে চলোতবেই পাবে জীবনের মান।’প্রেয়সী বলল প্রেমের কথা, ‘প্রেম আছে বলে জগৎ এত সুন্দর।যেখানে প্রেম নাই, বিশ্বাস নাই; সেখানে বেঁচে থাকা অনর্থক।’দীক্ষা গুরু বললেন, ‘খাঁটি মানুষ হও মনুষ্যত্বকে জাগিয়ে তোলো,কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ঊর্ধ্বে বিচরণ করো;তবেই চিনিবে আপনারে।’আমি সুবোধ বালকের মতো বিশ্বাস করেছিএনেছি ঈমান, খুঁজেছি মুক্তি চিরন্তন মুক্তি।