এজেন্ট ব্যাংক থেকে গ্রাহকের টাকা গায়েব শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ

0
26

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক থেকে এক গ্রাহকের ২ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইব্রাহিম নামের এক গ্রাহক। জানা গেছে, মঙ্গলপৈতা বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক শাখায় দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছিলেন ইব্রাহিম নামের একজন ব্যবসায়ী। অনেক সময় ব্যাংককে উপস্থিত না হয়ে শাখা ব্যবস্থাপকের কথামত তিনি বিকাশ ও নগদ এ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকটির শাখা ব্যবস্থাপকের কাছে টাকা পাঠাতেন। পরে এ টাকা ইব্রাহিমের হিসাব নাম্বারে (২০৫০৭৭৭০২৫৬৩৪১৩১২) জমা দিতেন শাখা ব্যবস্থাপক। এভাবে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত শাখাটিতে ইব্রাহিম প্রায় ১১ লাখ টাকা জমা রাখেন। পরে ঐ হিসাব থেকে সব টাকা গ্রাহক তুলতে পারলেও ২ লাখ ৩৩ হাজার টাকা আর তুলতে পারেননি। এ সময় তিনি শাখাটির ব্যবস্থাপক তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ওই টাকা উত্তলন করে খরচ করেছেন বলে জানান এবং তাৎক্ষনিকভাবে ২৫ হাজার টাকা ফেরত দেন। পরে ২ লাখ ৮ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে গ্রাহক ইব্রাহিমকে হয়রানি করতে থাকেন। এরপর গ্রাহক ইব্রাহিম ৫ এপ্রিল কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে শাখাটির ব্যবস্থাপক তরিকুল ইসলামের নামে অভিযোগ করেন। উল্লেখ্য, এর আগে ৫০ জন বিদ্যুত গ্রাহকের প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের বিরুদ্ধে। সে সময় গোপনে বিদ্যুত বিলের টাকা ফেরত দিয়েছিলেন তরিকুল ইসলাম। এছাড়া এজেন্ট ব্যাংকটির বিরুদ্ধে ২০২৩ সালে এক মালয়েশিয়া প্রবাসীর ১৫ লাখ টাকা টাকা আত্মসাৎ এর অভিযোগে ঝিনাইদহের আমলি ম্যাজিষ্ট্রেট (কালীগঞ্জ) আদালতে একটি মামলা চলমান রয়েছে। অভিযোগের ব্যাপারে শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের সাথে তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি ।এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু আজিফ জানান, আমি বাইরে আছি। অভিযোগ থানায় যেয়ে অবশ্যই দেখবো।