শৈলকুপায় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা

0
31

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপায় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পরিমল কুমার বিশ্বাস নামে এক প্রধান শিক্ষকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় আহত ওই শিক্ষক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে শৈলকুপার যুগনী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই প্রধান শিক্ষক স্থানীয় বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । গ্রামবাসি জানায়, বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজং কমিটি গঠন করা নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বিশ্বাস দীপক ও ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি যুগনী গ্রামের বাসিন্দা আকুল চন্দ্র বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস অভিযোগ করেন, তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে শুক্রবার গভীর রাতে আমার নাম ধরে একদল ব্যক্তি ডাকতে থাকে। তিনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখতে পান মুখ বাঁধা অবস্থায় ৭-৮ জন দাড়িয়ে আছে। তারা হুমকি দিয়ে বলতে থাকেন স্কুল কমিটির নির্বাচনে সভাপতি বানাবি ওসির স্ত্রী অপর্ণাকে। তিনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ কথা বলা মাত্রই তারা প্রধান শিক্ষকের উপর ঝাপিয়ে পড়ে। এ অভিযোগের বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষকের উপর হামলার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও শৈলকূপা উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি গঠনাটি অবগত হয়েছেন এবং বিষয়টির বিষয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।