যশোর-বেনাপোল সড়কে ‘ওয়েট স্কেল’ বসানোর সিদ্ধান্ত

0
17

নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল সড়কে ‘ওয়েট স্কেল’ বসানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিন দুপুরে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সভাপতির বক্তব্যে বলেন, ঈদের সময় তরুণেরা বেপরোয়া মোটরসাইলে চালায়। এতে দুঘর্টনা বেশি ঘটে। অপ্রাপ্ত বয়স্ক, হেলমেট ও কাগপত্র বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শহরের রাস্তার স্পিড ব্রেকার রঙ করার বিষয়ে পৌরসভার মেয়রকে পদক্ষেপ নিতে হবে। রঙ করা না থাকায় স্পিড ব্রেকার দেখা যায় না। এতে দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) নাসিম খান বলেন, অতিরিক্ত লোডের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে সড়কে ওয়েট স্কেল বসাতে হবে।
যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বলেন, ওভার লোডের ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের কারণে শহরের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ কামনা করছি। যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু বলেন, স্থান নির্ধারন করে ওয়েট স্কেল বসাতে হবে। যাতে সেটা কার্যকর হয়। ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, নিয়ম লঙ্ঘন করলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকদের জরিমানা করা হচ্ছে। বিশেষ করে লাইসেন্স বিহীনমোটরসাইকেল চালকদের জরিমানা করছি। সভায় বক্তব্য রাখে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিআরটিএ যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, নিরাপদ সড়ক চাইয়ের যশোর জেলার সাধারণ সম্পাদক এম তারাজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।