চিতলমারীর পুকুরে স্যাটেলাইট লাগানো সুন্দরবনের কুমির

0
5

কামরুজ্জাান মুকুল, বাগেরহাট
গবেষণা কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানাতে গত ১৬ মার্চ স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে বর্তমানে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকার মধুমতি নদী সংলগ্ন একটি পুকুরে শনিবার দেখা যায়। কুমিরটিকে দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করে। পরে বনবিভাগ কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।