অভয়নগর কোন ভাবেই থামছে না ডা. শোভন বিশ্বাসের টেস্ট বাণিজ্য; সহকারী রেখে ধরিয়ে দিচ্ছেন টোকন

0
4

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাসে’র টেস্ট বাণিজ্য কোন ভাবেই থামছে না। একাধিকবার সংবাদের শিরোনাম হওয়ার পরে ভিন্ন কৌশল অবলম্বন করে চলছে তার টেস্ট বাণিজ্য, রেখেছেন সহকারী। গত মঙ্গলবার কম খরচে চিকিৎসার জন্য সকাল সাড়ে দশটার সময়ে স্ত্রী, সন্তানকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন মাওলানা মোঃ জাকির হোসেন। স্ত্রীর হাঁটুসহ শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা হওয়ায় ও ছেলের শরীর দুর্বল হওয়ায় তাদের দুজনকে নিয়ে আসেন হাসপাতালে। পরে আউটডোরের টিকেট সংগ্রহ করে ১১০ নং কক্ষের ডা. শোভন বিশ্বাসর কাছে যান। ডা. শোভন বিশ^াস তাদের সব কথা না শুনে দুজনকে ক্যালসিয়াম, হরমোনাল পরিক্ষার টিএসএইচ, সিবিসি নামক কিছু রক্তের পরীক্ষা দিয়ে করিয়ে আনতে বলেন। সেইসাথে পরীক্ষা করাতে সহকারীর সাথে যোগাযোগ করতে বলেন ডা. শোভন। পরে সহকারী সোহাগ হোসেন নম্বর ও নাম সম্বলিত ছোট একটি টোকন তার হাতে ধরিয়ে কমিশন প্রাপ্ত ডায়াগনস্টিক থেকে করাতে বলেন সহকারী। এদিকে, ভুক্তভুগী মাওলানার পরিচিত ডায়াগনস্টিক সেন্টার থেকে উক্ত পরীক্ষা নিরীক্ষা করান। পরের দিন ১৭ই এপ্রিল আবারও ডা. শোভন বিশ্বাসের কাছে রিপোর্ট দেখাতে গেলে, ডাক্তার রাগান্বিত হয়ে বলেন, আমি কি এখান থেকে করাতে বলেছি আপনাকে। যেখান থেকে বলেছি সেখানে জাননি কেন? আর এই রিপোর্ট করতে কত নিয়েছে বলেই ধৈর্য হারান ডা. শোভন। এদিকে রিপোর্ট দুটি দেখে মাওলানা জাকির হোসেনর স্ত্রীকে দুটি ঔষধ ও ছেলে মাসুম বিল্লাহকে খুলনাতে মানুষিক রোগের ডাক্তার দেখাতে বলেন। এসময় মাওলানা প্রাথমিক ভাবে ঔষধের কথা লিখে দিতে বললে অসৌজন্যমূলক আচরণ করে তার কক্ষ থেকে বাহিরে চলে যেতে বলেন। পরে ওই মওলানা সাহেব তার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও পরিচিত কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে চিকিৎসকের দারস্থ হলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করতে থাকে ডা.শোভন। এদিকে এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওহিদুজ্জামানকে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাওলানা জাকির হোসেন। এছাড়াও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ ও যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বরাবরও লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভুগী। এবিষয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওহিদুজ্জামানরে কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।