মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য কমারুজ্জামানকে মারপিট : অনিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
3

নিজস্ব প্রতিবেদক
যশোরের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অন্যতম সদস্য কামরুজ্জামানকে মারপিট ও লাঞ্চিতের মামলার অন্যতম আসামি অনিকের অন্তরবর্তি জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ধার্য দিনে অনিক আদালতে উপস্থিত না হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। অনিক শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত মাওলানা আব্দুল লতিফের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে যশোর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদকে বাড়িতে যেয়ে শুভেচ্চা জানাতে যান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়ের ছবি তুলতে গেলে বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে নেতৃবৃন্দ বাড়ির আঙ্গিনায় নেমে আসলে অনিক ও তার সহযোগীরা তাদের মারপিট করে জখম করে। আহতদের মধ্যে কামরুজ্জামানের স্ত্রী মালিহা জেবিন তন্দ্রা বাদী হয়ে অনিকসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ মামলার অন্যতম আসামি গত ১৮ এপ্রিল আদালতে আত্মসর্মণ করে জামিন আবেদ করে। বিচারক দুইদিনের অন্তবর্তি জামিন মঞ্জুর ও ২১ এপ্রিল ভিকটিম কামরুজ্জামানের উপস্থিতিতে স্থায়ী জামিন শুনানির দিন ধার্য করেন। গতকার আসামি অনিক আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।