যশোরের জনপ্রিয় নিরালা-চিত্রা-তসবীর মহল এখন শুধুই স্মৃতি : ধুঁকছে মনিহার

0
8

নিজস্ব প্রতিবেদক
৮০ দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলো নানা কারণেই হারিয়ে যেতে বসেছে। যশোরের নিরালা হল, তসবীর মহল, চিত্রা ও মানসি হল অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কোনো রকম টিকে আছে মনিহার প্রেক্ষাগৃহ সিনেমা হল। তবে পরিসংখ্যান বলে যশোরে সিনেমা হল ছিল ২২টি। যার মধ্যে কাগজপত্রে টিকে আছে ৬টি। এটি সরকারি পরিসংখ্যান। বাস্তবে টিকে রয়েছে মাত্র ১টি। যশোর জেলা তথ্য অফিসের মতে, চালু ৬টি হলের মধ্যে রয়েছে-যশোর শহরের মণিহার কমপ্লেক্স ও তসবীর মহল, মণিরামপুরের পূরবী ও মধুমিতা, অভয়নগরের বর্ণালী এবং বাগআঁচড়ার ময়ূরী। এ ৬টির মধ্যে অভয়নগরের বর্ণালী ভেঙে বহুতল মার্কেট নির্মাণ করা হয়েছে। তসবীর হল করোনার সময় বন্ধ হওয়ার পর সেটি নিয়েছে যশোর ইনস্টিটিউট। মণিহার টিকে থাকলেও ধুঁকে ধুঁকে চলছে। এরআগে যশোরে সবচেয়ে জনপ্রিয় সিনেমা হলের তালিকায় ছিল নিরালা, চিত্রা ও তসবির নামে ৩টি হল। হঠাৎ অত্যাধুনিক সিনেমা হল নির্মাণ করা হয় সাবেক কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে। নাম দেয়া হয় মনিহার প্রেক্ষাগৃহ। তারপর নিউমার্কেটে নির্মাণ করা হয় মানসি সিনেমা হল। অনেক আগেই একমাত্র মনিহার বাদে সব বিলুপ্ত হয়ে গেছে। কিছু হলের মাটিতে গড়ে তোলা হয়েছে বিলাশবহুল বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এসবই এখন স্মৃতি।