শালিসে ইউপি সদস্যকে হত্যা,যশোরে কবির গ্রেফতার

0
15

নিজস্ব প্রতিবেদক
শালিসে ইউপি সদস্য সুরুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামি কবির হোসেনকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ এবং র‍্যাব-৬ এর একটি যৌথ দল আজ রোববার (২১ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে যশোর জেলার অভয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কবির হোসেন চাঁদপুর মতলবের উত্তর মাইজকান্দির মৃত রহিম উদ্দিন পাটোয়ারীর ছেলে। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বলেন, গ্রেফতার কবির ইউপি সদস্য সুরুজ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে পারিবারিক সালিশ বৈঠক চলাকালে সুরুজ আলী প্রধানকে (৬৪) ঘুষি মেরে হত্যা করে কবির। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।