দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
2

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারনে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি,,,,,,, রাজিউন)। উপজেলার চক মোহাম্মাদালীপু কাজীমহল্লা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু মুছার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে নিজ কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জাহান আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আবু মুছা দীর্ঘ ৪ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।