ঝিকরগাছায় এলজিইডির সিডিউল ক্রয়ে বিড়ম্বনা ঠিকাদারদের মাঝে তীব্র ক্ষোভ

0
17

ঝিকরগাছা সংবাদদাতা
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধিনস্থ ঝিকরগাছা উপজেলা অফিসের চলতি ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি’র টেন্ডারের ১৪ গ্রুপ কাজের টেন্ডারের শেষ দিন ছিল ( ৫মে-২০২৪) রবিবার। এদিন সকালে ঝিকরগাছার বেশ কয়েকজন ঠিকাদার উক্ত ১৪গ্রুপ সিডিউল ক্রয়ের জন্য বিভিন্ন ব্যাংকে যায়। কিন্তু ১৪ গ্রুপের মধ্যে ১২টি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে সক্ষম হয়। তবে উক্ত টেন্ডারের ৭৬৮৭৫১ ও ৭৬৮৭৫২ নং এই দুইটি সিডিউল অনলাইনে ক্রয় করতে পারেনি ঠিকারদাররা। উক্ত কাজ দুটো ক্রয়ের জন্য অনলাইনে গেলে (চধুসবহঃ হড়ঃ ধষষড়বিফ উড়পঁসবহঃ ঋববং ঝঁনসরংংরড়হ উধঃব ঐধং নববহ খধঢ়ংবফ) দেখাচ্ছে। ফলে স্থানীয় কয়েকজন ঠিকাদারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এবিষয়ে ঝিকরগাছা উপজেলা প্রকৌশলীর সাথে কয়েকজন ঠিকাদার যোগাযোগ করলেও কোন সুরাহা হয়নি বলে জানাগেছে। খবর পেয়ে ঝিকরগাছার সংবাদকর্মীরা সরেজমিনে বেসিক ব্যাংক ঝিকরগাছা শাখায় গিয়ে মেসার্স শিমুলি এন্টার প্রাইজ, মেসার্স সোহান সুমন ট্রেডার্স, মেসার্স এস আর এস্টার প্রাইজসহ বেশ কয়েকজন ঠিকাদারকে এই বিড়াম্বনায় দেখা গেছে। জানতে চাইলে এলজিইডির কর্মকর্তাদের যোগসাজসে বিশেষ কোন ঠিকাদারদের সুবিধা দিতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন উপস্থিত ঠিকাদাররা। এসময় ব্যাংকের অফিসার সাজেদুর রহমান বলেন, টেন্ডারের ৭৬৮৭৫১ ও ৭৬৮৭৫২ নং ছাড়া অন্য গুলোতে কোন সমস্য নেই বলে জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রোকৌশরী শ্যমল কুমার বসুর কাছে স্থানীয় সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, উক্ত সিডিউল দুটি তো অনেকেই কিনেছে। অন্যরা কেন কিনতে পারছে না তা জানানেই। এছাড়া এদিন অফিসের টেকনিশিয়ান নির্বাচনী ট্রেনিংয়ে রয়েছে বলেও জানান তিনি। তবে বিষয়টি জানাজানি হওয়ার ঘটনায় উপজেলা প্রকৌশলী স্থানীয় একজন ঠিকাদারকে ফোন দিয়ে (এর শিকড় কোথায় তা আমি জানি) এমন মন্তব্য করে দোসারোপ করেছেন বলে জানাগেছে।