বন্ধ ঘোষণার পরও ঢাকার কিছু স্কুলে চলছে ক্লাস

0
10

প্রতিদিনের ডেস্ক:
তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকাসহ ৫ জেলায় সোমবার (২৯ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রোববার (২৮ এপ্রিল) রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। তবে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও সরকারি সিদ্ধান্ত মেনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও রয়েছে খোলা। এমনকি একই এলাকার অন্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দু-একটি প্রতিষ্ঠান খোলা রাখতে দেখা গেছে।খোলা রাখা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল কোনো নির্দেশনার চিঠি বা প্রজ্ঞাপন পাননি। এজন্য যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কু অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজসহ অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে রাজধানীর দনিয়া এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে দেখা গেছে। এর মধ্যে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ একটি।জানতে চাইলে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিদুর রহমান বলেন, প্রাথমিক শাখা তো সরকার বন্ধ করেনি। তাই খোলা রাখা হয়েছে।মাধ্যমিক শাখা কেন খোলা রেখেছেন জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা না জেনেই স্কুলে চলে এসেছে। সে কারণে তাদের ক্লাস নেওয়া হচ্ছে। তবে আমরা দ্রুত ছুটি দিয়ে দেব।জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস রিলিজ একটা অফিসিয়াল ডকুমেন্ট। সরকার জরুরি প্রয়োজনেই প্রেস রিলিজ দিয়ে থাকে। তারপরও শুনছি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অফিসিয়াল সার্কুলার না পাওয়ার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখছে। এটা দুঃখজনক।