তামান্নার আর্জি

0
13

প্রতিদিনের ডেস্ক
কিছুদিন আগেই অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে আদালতের তরফ থেকে নোটিশ পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২৯শে এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন অভিনেত্রী। পুলিশের অপরাধ দমন শাখার কাছে আরও খানিক সময় আর্জি করেছেন তিনি। এদিকে গত ২৩শে এপ্রিল একই ইস্যুতে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের হাজিরা থাকলে তিনিও সেদিন অনুপস্থিত ছিলেন। কারণ তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। মূলত, ‘ফায়ার প্লে’ নামে একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপে দেখানো হচ্ছিলো আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েছেন এই তারকারা। ২৯শে এপ্রিল হাজিরা না দেয়ার ব্যাপারে তামান্না সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বইতে নেই। আবারো হাজিরার তারিখ নির্ধারণ হলে সেদিন উপস্থিত থাকবেন।
সাইবার সেলের তরফ থেকে শিগগিরই নতুন তারিখ জানানো হবে। জানা যায়, ভায়াকম ১৮-এর তরফ থেকেই এই অভিযোগ আনা হয়। আইপিএলের স্বত্ব তাদেরই কেনা। এই সংস্থার মতে, ‘ফায়ার প্লে’ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে যার ফলে তাদের সংস্থার ক্ষতি হচ্ছে।