অভয়নগরে ইজিবাইক ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

0
13

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার ভুলোপাতা এলাকায় ছিনতাই সন্দেহে গণ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সে গুয়াখোলা গ্রামের রাজু নামের ইজিবাইক ড্রাইভারকে মেরে ইজিবাইক ছিনতাই অভিযোগে এ গণপিটুনির শিকার হয়।নিহতের নাম পিয়ারুল ইসলাম (৪০) ।তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। তার পিতার নাম দবির সরদার। স্থানীয়রা জানায়,বুধবার রাত ১০ টার সময়ে পিয়ারুল ও তার সহযোগীরা নওয়াপাড়া থেকে জামিরা যাওয়ার কথা বলে ইজিবাইভাড়া করে। তাদের নিয়ে ভুলোবাতা বিলের মাঝামাঝি পৌছালে ইজিবাইক থামতে বলে। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আরও দুই সহযোগী আসে। তারা রাজুর নিকট ইজিবাইকের চাবি চাইলে রাজু প্রাণভয়ে চাবি দিয়ে দেয়। তখন নিহত পিয়ারুল রাজুকে বলে, তোর কাছ থেকে এভাবে ইজিবাইক নিবনা। বলেই হাতে থাকা ব্যাগের মধ্য থেকে ইট বের করে ড্রাইভার রাজুর মাথায় আঘাত করে। এসময় রাজু ছিনতাইকারী পয়ারুলকে জাপটে ধরে চিৎকার দিতে থাকে। এরই মধ্যে রাস্তায় চলাচলকারী একটি ভ্যান ঘটনাস্থলে এসে পৌছায়। ভ্যানচালক ও যাত্রীরা রাজুকে উদ্ধার করে। এসময় আশপাশ থেকে আরও লোকজন জড়ো হলে ছিনতাইকারীর ৩ সদস্য দৌড়ে পালিয়ে যায় এবং অন্যতম হোতা পিয়ারুলকে গণপিটুনি দিলে সে মারাত্মক আহত হয়। পরে অভয়নগর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানায়, নিহতে ফোন ট্রাক করে তাকে সনাক্ত করা হয়। সাতক্ষীরায় তার বাড়িতে খবর দিলে তারা আসছে বলেও জানায়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, স্থানীয়জনগণ রাত ১০ টার সময় পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে একজন গুরুর আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ভুলোপাতা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর মামলা হবে।