বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

0
14

বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন পুরুষ পদে ৭জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব কুমার রায়, যশোর জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও মাছুম রেজা খাঁন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাওহিদুর রহমান, বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন ও জহুরপুর এলাকার আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চার জন তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, মহিলা লীগের সাধারণ সম্পাদক শামছুন নাহার লিমা, ধলগ্রাম ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেকসোনা খাতুন ও সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা জামান। উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটানিং অফিসার ওয়াহিদা আফরোজ বলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।