দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মিথিলা

0
27

প্রতিদিনের ডেস্ক
ক্যারিয়ারে অনেক নাটক-সিনেমায় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশ ছাড়াও ভারতের দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের দ্যুতি ছড়িয়ে পেয়েছেন অনেক পুরস্কার। এবার ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত ‘ও অভাগী’ সিনেমায় অভাগীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই চরিত্রের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে মিথিলা বলেন, আমি খুব খুশি। আমার পুরো টিমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই।
সিনেমার প্রযোজক ড. প্রবীর ভৌমিক বলেন, মিথিলার এই পুরস্কারটি প্রাপ্য ছিল। সে এই পুরস্কারের জন্য যোগ্য। পরিচালক আগেই জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেকোনো লেখা পড়েই মনে হতো যেন সিনেমা দেখছি। ‘ও অভাগী’ হলো ‘অভাগীর স্বর্গ’ গল্পটির অ্যাডাপ্টেশন। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং ইউনিক কিছু তৈরি করা হয়েছে এই সিনেমায়। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার পাশাপাশি আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদার প্রমুখ।