যশোরে স্বামী-স্ত্রীকে বেধে ডাকাতি: আটক ৪ : গরুসহ মালামাল উদ্ধার

0
22

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে একটি বাড়িতে স্বামী-স্ত্রীকে বেধে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সকলেই আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টিভি, পানির পাম্প, দুটি গরু ও একটি পিকআপ। ডিবি পুলিশের এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করে। আটককৃতরা হলেন, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ হৃদয়, খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার হৃদয় ও রুপসার ইলাহীপুর গ্রামের শওকত আলী শেখের ছেলে আবুল কালাম শেখ। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে আটক আসামিসহ অজ্ঞাত আরো কয়েকজন প্রবেশ করে। এরপর তারা আতিয়ার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে মারপিট ও মুখ, হাতপা বেধে রাখে। এরপর ঘরে থাকা সোনার গহনা, দুটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুটি গাভি গরু নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আতিয়ার রহমান মণিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্বপায় ডিবির এসআই শামীম হোসেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাদেরকে আটক করে এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম করতে হয়। তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, এদের সাথে জড়িত অন্যদের ধরতেও পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।