দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৬০

0
19

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশের বাজারে এ সিরিজের নতুন স্মার্টফোন ও অ্যানিমেটেড অ্যাম্বাসেডর উন্মোচন করেছে অপো। এ৬০ মডেলের স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট চার্জার ও ৭ দশমিক ৬৮ মিলিমিটারের ডিজাইনসহ বিভিন্ন ফিচার দেয়া হয়েছে। অপো ‍এ৬০-এর ৪৫ডব্লিউ সুপারভিওওসি ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির মাধ্যমে ৩০ মিনিটে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ৫০ শতাংশ চার্জ দেয়া যাবে।
অপোর নতুন স্মার্টফোনে ভালো স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে ৮ জিবি র‌্যাম রয়েছে। এক্সটেনশন সুবিধার মাধ্যমে আরো ৮ জিবি র‌্যাম বাড়ানো যাবে। অপো এ৬০ ৭ দশমিক ৬৮ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বডির ডিভাইস, ফলে এর ওজন মাত্র ১৮৬ গ্রাম।
ফোনটিতে রয়েছে ৯৫০ নিট আল্ট্রা ব্রাইট ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। হ্যান্ডসেটটির ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য মাত্র ২৪ হাজার ৯৯০ টাকা এবং ১৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ২২ হাজার ৯৯০ টাকা। -বিজ্ঞপ্তি