অ্যান্ড্রয়েডের ডাটা ট্রান্সফার টুল উন্নত করছে গুগল

0
13

প্রতিদিনের ডেস্ক
একাধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান আরো উন্নত করতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে এবার ডাটা ট্রান্সফার টুলে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।
নতুন আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মোবাইল পরিবর্তন করার ক্ষেত্রে আরো দ্রুত ও সহজে আগের ডিভাইসের তথ্য সরিয়ে নিতে পারবে। বর্তমানে নতুন অ্যান্ড্রয়েড ফোনে প্রাথমিক পর্যায়ের সেট আপে তথ্য স্থানান্তর কার্যক্রমটি সীমিত। এজন্য ওয়্যারড বা ওয়্যারলেস সংযোগ ব্যবহার করতে হয়। নতুন আপডেট কার্যকর হলে ডিভাইস ব্যবহার শুরুর পরও চাইলে তথ্য স্থানান্তর করতে পারবে।