লোহাগড়ায় নির্বাচনী সহিংসতায় আহত ৫ : গাড়ী-দোকান ভাংচুর

0
16

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ও দুটি দোকান ভাংচুর করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিকদার আব্দুল হান্নান রুনুর সমর্থকদের সাথে অপর প্রার্থী ফয়জুল হক রোমের সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে দীননাথপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গ্রাম্য ডাক্তার উবায়দুর রহমান, এনায়েত হোসেন, মন্টু সাহেব, হান্নান ও মুহাম্মদ আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় উবায়দুর ডাক্তারের মোটর সাইকেল, হান্নানের ও মুহাম্মদের মুদি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরান শিকদার জানান, নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন জানান, ওই এলাকার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখছে। উল্লেখ্য,আগামী ২১ মে দ্বিতীয় ধাপে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।