সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

0
24

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় গভির রাতে সাবেক উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মে) ভোট রাত ২টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসর প্রাপ্ত উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফা জানান, শুক্রবার ভোর রাত ২ টার দিকে ৪/৫ সদস্যের ডাকাত দল তার বাড়ির দক্ষিণ পাশে প্রাচির টপকে ভিতরে ঢোকে। পরে বিল্ডিংএর গ্রীলের দরজার হ্যাসবোল কেটে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এসময় তারা আলমীরার তালা ভেঙে প্রায় ৪০ ভোরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আরো বলেন, আমার ছেলের বিয়ের জন্য কিছু স্বার্ণালংকার তৈরি করে রেখেছিলাম এবং আমার মেয়ে-জামাইয়ের কিছু স্বর্ণালংকার একসাথে রাখা ছিলো। ডাকাতরা আমাকে ও স্ত্রী মমতাজ বেগমকে হাত ও চোখ বেঁধে এক ঘরে রেখে অন্যঘরের আলমারির তালা ভেঙে ওই ৪০ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা) ও নগদ ১লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় স্ত্রী মমতাজ বেগমের সহযোগিতায় আমার চোখে বাঁধা কাপড় আংশিক সরিয়ে নিয়ে ডাইনিং রুমে যেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেই। এ সময় আমার আত্মীয়-স্বজনরা শব্দ শুনে ছুটে আসে। এরই মধ্যে ওই ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর থানার এসআই তাকবীর ও এস আই সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাবেক প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালামকে মামলা করার পরামর্শ দিয়েছি।