১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেয়ের জন্মদিনে লটারি জয়

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের এক নারী মেয়ের জন্মদিনে লটারি জিতে বিশেষ এক স্মরণীয় দিন উপহার পেয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নর্থ ক্যারোলিনার ডেন্টন শহরের বাসিন্দা লিন্ডা রজার্স শনিবার তার মেয়ের জন্মদিনে ১ লাখ ৬১ হাজার ৯২৯ ডলারের লটারি পুরস্কার জিতেছেন। লিন্ডা রজার্স স্টেট এডুকেশন লটারির কর্মকর্তাদের জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি শহরের ইস্ট সালিসবুরি স্ট্রিটে অবস্থিত একটি মোবাইল মার্টে যান। সেখানে তিনি মাত্র দুই ডলারের ‘দ্য ক্যাশ ফাস্ট প্লে’ লটারির একটি টিকিট কেনেন। ভাগ্যক্রমে সেই টিকিট থেকেই তিনি বড় অঙ্কের পুরস্কার পান। মেয়ের জন্মদিনে এই জয়ে দিনটি আরও আনন্দঘন হয়ে ওঠে বলে জানান তিনি। লিন্ডা রজার্স বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এমন একটি জয়ের আশায় ছিলেন। এই অর্থ তাদের জীবনে বড় পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুরস্কারের টাকা দিয়ে একটি নতুন গাড়ি কেনা এবং পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে পুরো বিষয়টি এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সূত্র: সামা টিভি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়