২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি, বুদ্ধির দেবতা বুধ ও দৈব শক্তির কারক কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
মিথুন [২১ মে-২০ জুন]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্য বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্য মেলবন্ধন রচিত হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। ভয় লজ্জা দুর্বলতা দূরে পালাবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। আয় বুজে ব্যয় করতে হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছে পীঠে ভ্রমণ হবে। মনের অভিলাষ পূর্ণ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালেন্স বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা বাসনা পূর্ণ হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। লৌকিকতা পরিহার করুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাস পূর্ণ হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়