১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে রিকশার চাকায় বোরকা পেঁচিয়ে গৃহবধূ আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে রিকশার চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে আছমা বেগম (৪০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তিনি উপশহর ডি-ব্লক এলাকার শফিক মোল্লার স্ত্রী। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহর থেকে বাসায় ফেরার পথে ঘোপ নোয়াপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত রিকশার চাকার সঙ্গে হঠাৎ আছমা বেগমের বোরকা পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা তার জামাই দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আছমা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়