১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে কৃষকের বাড়িতে চেতনানাশক খাইয়ে ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ লুট

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে এক কৃষকের বাড়িতে চেতনানাশক খাইয়ে ২০ লাখ টাকার বেশি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক প্রহ্লাদ সাহা (৫০) যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে যশোর শহরের ঘোপের মো. লিটন লস্কর (৪৫), ভায়না এলাকার সুজয় কুমার চৌধুরী (৩২)সহ দুইজন প্রহ্লাদ সাহার বাড়িতে ওল জাতীয় তরকারি কিনতে যান। লিটন এক কেজি ওল বাকিতে নিয়ে চলে যান। এরপর ২২ আগস্ট সন্ধ্যায় পরিবারে সবাই নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে প্রহ্লাদের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে বমি শুরু করলে প্রতিবেশীরা এসে প্রাথমিক সেবা দেন। কিছুটা সুস্থ হওয়ার পর তারা বাড়ি ফিরে যান। তবে রাত আড়াইটার দিকে চারজন মুখোশধারী ও খোলা মুখের ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা আলমারীর চাবি নিয়ে ভেতরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এতে ১১ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকা), জমি বন্ধকের নগদ দুই লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইলসহ মোট ২০ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে যায়। প্রায় ১০ মিনিট অবস্থানের পর তারা বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায়।
প্রহ্লাদ সাহা দাবি করেছেন, লুটের ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন, যিনি তার স্ত্রীকে “দিদি” সম্বোধন করেছিলেন। পরে খোঁজখবর নিয়ে তিনি আসামিদের নাম-পরিচয় সংগ্রহ করেন। কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়