প্রতিদিনের ডেস্ক
চীনের একটি জিম সম্প্রতি ওজন কমাতে আগ্রহীদের জন্য দিয়েছে এক অভিনব চ্যালেঞ্জ। জিম কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কেউ যদি তিন মাসের মধ্যে নিজের শরীর থেকে ৫০ কেজি ওজন ঝরাতে পারেন, তাহলে পুরস্কার হিসেবে পাবেন একটি বিলাসবহুল পোরশে প্যানামেরা গাড়ি। এই ঘোষণার পর থেকেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি। কেউ প্রশংসা করছেন জিমের সৃজনশীল প্রচারণা, আবার কেউ সমালোচনা করছেন এমন ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এত দ্রুত ওজন কমানো মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। চীনের উত্তরাঞ্চলের শানডং প্রদেশের বিনঝোউ শহরের একটি ফিটনেস ট্রেনিং সেন্টার গত ২৩ অক্টোবর অনলাইনে এই চ্যালেঞ্জের ঘোষণা দেয়। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। জিমের প্রচারপত্রে লেখা হয়েছে, কেউ যদি তিন মাসে ৫০ কেজি ওজন কমাতে পারেন, তাহলে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি পোরশে প্যানামেরা। ফিটনেস কোচ ওয়াং জানিয়েছেন, চ্যালেঞ্জটি সত্যিই দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়ে গেছে। আগ্রহী প্রতিযোগীর সংখ্যা ৩০ ছাড়ালে নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে সাত–আটজন প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭২ হাজার টাকার বেশি (১ ইউয়ান সমান ১৭ টাকা ধরে)। কোচ ওয়াং বলেন, প্রতিযোগীদের জন্য বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। তবে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, কী থাকবে খাদ্য তালিকায় বা ওজন কমানোর মানদণ্ড কীভাবে নির্ধারিত হবে—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওয়াং আরও জানিয়েছেন, পুরস্কার হিসেবে দেওয়া পোরশে প্যানামেরাটি একেবারে নতুন নয়; এটি জিমের মালিকের নিজস্ব গাড়ি, ২০২০ মডেলের, যা তিনি বর্তমানে ব্যবহার করছেন। অন্যদিকে, চীনের চিকিৎসকেরা এই চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এত দ্রুত ওজন কমানো অত্যন্ত বিপজ্জনক। দিনে ৫০০ গ্রাম ওজন কমানোও ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তারা। চিকিৎসকেরা বলেন, কারও ওজন খুব বেশি হলে বিষয়টি ভিন্ন হতে পারে, তবে এত দ্রুত ওজন কমালে শরীর থেকে চর্বির চেয়ে পেশি ক্ষয় বেশি হয়। তাদের পরামর্শ, সপ্তাহে ৫০০ গ্রাম করে ওজন কমানোই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

