১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটে সুমাইয়া খানম(২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রামের পলাশ শেখের স্ত্রীর মরদেহ নীজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দুপুরে থানা পুলিশ সুমাইয়া খানমের মরদেহ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শামসুদ্দিন। নিহত সুমাইয়া খানমের পিতা বাহদুর খান জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারনে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, সুমাইয়া খানমের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়