৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ডাইমেনসিটি ৬০৮০সহ বাজারে রেডমি নোট ১৩ ফাইভজি

প্রতিদিনের ডেস্ক
আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে নোট ১৩ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এ সিরিজে তিনটি মডেল রয়েছে। এগুলো হলো রেডমি নোট ১৩ ফাইভজি, নোট ১৩প্রো ফাইভজি ও নোট ১৩প্রো প্লাস ফাইভজি। খবর গিজচায়না।চীনের বাজারে যেসব ডিভাইস রয়েছে সিরিজের মডেলগুলো সেগুলোর অনুরূপ। রেডমি নোট ১৩ ফাইভজিতে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেয়া হয়েছে। ডিভাইসটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির সেন্টার পাঞ্চ হোল ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজল্যুশন ২৪০০*১০৮০ পিক্সেল। স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট, এলপিডিডিআরফোরএক্স র‍্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ দেয়া হয়েছে। ডিভাইসটিতে ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিযুক্ত ডিভাইসটি বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়