৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইন-অ্যাপ ব্যয়ে টিকটকের নতুন রেকর্ড

প্রতিদিনের ডেস্ক
গত বছর প্রযুক্তি খাতে বেশকিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে মোবাইল অ্যাপ খাতে নতুন সব রেকর্ড তৈরি হয়েছে। এদিক থেকে এগিয়ে ছিল ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। ২০২৩ সালে প্লাটফর্মটিতে ইন অ্যাপ ব্যয় ছিল রেকর্ড সর্বোচ্চ ১ হাজার কোটি ডলারের বেশি। খবর গিজচায়না।
ভিন্নধর্মী কৌশল গ্রহণ করায় গত বছর প্লাটফর্মটি এ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। এর মধ্যে লাইভ স্ট্রিম থেকে কেনাকাটা ও ভার্চুয়ালি পছন্দের কনটেন্ট নির্মাতাদের টিপ দেয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এসব সুবিধার কারণে আর্থিক পুরস্কার জেতার জন্য ব্যবহারকারীদের অংশগ্রহণ বেড়েছে
সামগ্রিকভাবে গত বছর গেমিংয়ে ইন অ্যাপ ব্যয় কমলেও অন্যান্য অ্যাপ ক্যাটাগরিতে এর হার ছির ঊর্ধ্বমুখী। স্ট্রিমিং পরিষেবা, ইউজার নির্মিত কনটেন্ট প্লাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে ব্যয় বেড়েছে। এর মধ্যেও বিজ্ঞাপনের মাধ্যমে মোবাইল অ্যাপ খাতে আয় ছিল ৩৬ হাজার ২০০ কোটি ইউরো, বছরওয়ারি হিসেবে যা ৮ শতাংশ বেশি। ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে আরো একটি বিষয় প্রকাশ্যে এসেছে। সেটি হলো যেসব দেশে অ্যাপ ব্যবহারের গড় সময় বেশি, সেসব জায়গায় ব্যয়ের হারও বেশি ছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়