২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

তিনটি সিরিজে নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন আসুস আরওজির

প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হলো প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এবার তিনটি সিরিজে গেমিং ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি)।
আরওজি জেফাইরাস সিরিজ: জেফাইরাস সিরিজের জি১৪ ও জি১৬ আপগ্রেডের মাধ্যমে পোর্টেবল গেমিংকে একটি নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। যেখানে সমন্বয় করা হয়েছে প্রযুক্তি, পারফরম্যান্স ও ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ ও জি১৬-এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত। দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ।
আরওজি স্ট্রিক্স স্কার ১৬ ও স্কার ১৮: আরওজি স্ট্রিক্স স্কার ১৬ ও স্কার ১৮ ল্যাপটপগুলোয় উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল ও ট্রাই-ফ্যান প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি। ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিংসহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া এ সিরিজের ফিচারে আরো আছে গেমার-ফ্রেন্ডলি কি-বোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২ দশমিক ৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াই-ফাই ৬ই ইত্যাদি।
আরওজি স্ট্রিক্স জি১৬ ও জি১৮: আরওজি স্ট্রিক্স জি১৬ ও জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। অপ্টিমাল কুলিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটালসহ ট্রাই-ফ্যান প্রযুক্তি ও একটি পূর্ণ ভেন্ট। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, বড় অ্যারো-কী, থান্ডারবোল্ট ৪-এর সমর্থন, আরজিবি কি-বোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াই-ফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। ভোল্ট গ্রিন ভার্সনে এ ল্যাপটপে দেখা যাবে আরজিবি আরওজি লোগো এবং নতুন আরওজি স্ল্যাশ ডিজাইন। ডিভাইসগুলোর দাম সম্পর্কে কিছু জানায়নি আসুস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়