প্রতিদিনের ডেস্ক
ভ্রমণ অভিজ্ঞতাকে আরো আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে নতুন ফিচার চালু করেছে ট্রাভেল-টেক প্লাটফর্ম শেয়ারট্রিপ। সিট সিলেকশন নামের ফিচারটি ব্যবহারকারীদের উড়োজাহাজে ভ্রমণের সময় পছন্দের সিট নির্বাচনের সুবিধা দেবে
যারা বছরের বড় সময় ভ্রমণে ব্যয় করেন তারা আসন নির্বাচনের (সিট সিলেকশন) ক্ষেত্রে আর্লি অ্যাক্সেসের সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে অন্য যাত্রীদের আগেই পছন্দের আসনগুলো নিজেদের জন্য সুরক্ষিত করে রাখা সম্ভব। ভ্রমণে এমন সুবিধা দিতে ট্রাভেল-টেক প্লাটফর্ম শেয়ারট্রিপ প্রথমবার এ ফিচার নিয়ে এসেছে।
ফিচারটি ব্যবহারে প্রথমেই শেয়ারট্রিপ অ্যাপ অথবা ওয়েব প্লাটফর্মে ঢুকে মাই বুকিংয়ে ক্লিক করে রিভিউ ও পেমেন্ট পদ্ধতিগুলো সম্পন্ন করতে হবে। এরপর সিট ডিটেইলসে প্রবেশ করে স্টার্ট সিলেক্টিং সিট ক্লিক করে পছন্দের সিট নির্বাচন করলেই জায়গাটি সুরক্ষিত অথবা বুক হয়ে যাবে।
শেয়ারট্রিপের ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ, মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার বলেন, ‘আগে থেকেই নিজের পছন্দের সিট বেছে নিতে পারলে ভ্রমণ অভিজ্ঞতা কয়েক গুণ বাড়িয়ে তোলা যায়। শেয়ারট্রিপে এ ফিচার যোগ করতে পেরে আমরা আনন্দিত।’