প্রতিদিনের ডেস্ক
হোয়াটসঅ্যাপের পাশাপাশি বর্তমানে অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। অ্যাপটিতে সিক্রেট চ্যাটস ও সেলফ ডেস্ট্রাক্টিং মেসেজিং ফিচার আগে থেকেই ছিল। এবার নিরাপত্তার জন্য ভিউ ওয়ান্স ফিচার যুক্ত করেছে টেলিগ্রাম। এখন থেকে ভয়েস ও ভিডিও মেসেজ পাঠানোর ক্ষেত্রে ‘ভিউ অনলি ওয়ানস’ ফিচারটি ব্যবহার করা যাবে। ‘ভিউ অনলি ওয়ানস’ ফিচার ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক খুলে দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এছাড়া পাঠানো ছবি বা ভিডিওগুলো প্রাপকের ফটো গ্যালারিতেও সংরক্ষিত হয় না। ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায়। খবর গিজচায়না।
টেলিগ্রামে নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের অডিও ও ভিডিও মেসেজের সঙ্গে মিল রয়েছে।
বর্তমানে এ ফিচারটি শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার গেলেও শিগগিরই কম্পিউটার ভার্সনেও এ ফিচার চালু করার কথা জানিয়েছে টেলিগ্রাম।