প্রতিদিনের ডেস্ক
মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামেও বিভিন্ন গ্রুপে অ্যাড হোন। বন্ধু কিংবা কলিগদের সঙ্গে গ্রুপে নানান বিষয়ে চ্যাট করেন। তবে যদি এসব গ্রুপে আসা মেসেজের নোটিফিকেশনে বিরক্ত হন।
চাইলে কিন্তু আপনি গ্রুপ থেকে লিভ নিতে পারেন। ইনস্টাগ্রামে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি গ্রুপ থেকে লিভ নিলেও গ্রুপের অ্যাডমিন ছাড়া অন্য কেউ জানতে পারবে না। তবে যদি আপনি গ্রুপ ক্রিয়েটর হন তাহলে আপনি লিভ নিতে গেলে পুরো গ্রুপই ডিলিট হয়ে যাবে।
দেখে নিন কীভাবে ফোন থেকে কাজটি করবেন-
>> ইনস্টাগ্রাম খুলে ডানদিকের উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
>> যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
>> উপরের প্রোফাইল পিকচার বা গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
>> নিচে স্ক্রল করে লিভ চ্যাট-এ ট্যাপ করতে হবে।
>> পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই কাজ হয়ে যাবে।
ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করতে চাইলে-
>> Instagram.com-এ গিয়ে লগ ইন করতে হবে।
>> উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
>> যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
>> উপরের গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
>> গ্রুপ নেম-এর ডানদিকে থ্রি ডট বাটনে ট্যাপ করতে হবে।
>> ড্রপডাউন মেনু থেকে লিভ গ্রুপ বেছে নিতে হবে।
>> পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই কাজ শেষ।
সূত্র: ইন্ডিয়া টুডে