৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বিএসএফ কর্তৃক বিজিবি সদস্যকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) কর্তৃক আমাদের সীমান্তরক্ষী (বিজিবি) সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট যশোর জেলা কমিটি ২৫ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু। নেতৃবৃন্দ বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত আমাদের কেমন বন্ধু? তারা প্রতিনিয়ত সীমান্তে আমাদের হত্যা করছে। বাণিজ্যে, নদীর পানি বন্টন, আকাশ সাংস্কৃতি তে শোষন করছে। আমার রাস্তা বন্দর মাটি তারা ব্যবহার করছে। কিন্তু আমরা পানির ন্যায্য হিস্যা পাই না। আমার দেশের চ্যানেল ভারতে দেখতে দেয়না। ট্রানজিটের সুযোগ আমরা পাই না। আমার দেশের রাজনীতি তে সকাল বিকাল নাক গালায়। আমাদের মেয়ে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে এটা কি বন্ধুত্ব? এমন বন্ধুত্ব আমরা চাই না। অবিলম্বে রইস উদ্দিন হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আশা করছি এবং ভারতকে ক্ষমা চাওয়ার দাবি করছি। আমরা পিন্ডির জিঞ্জির ছিঁড়েছিলাম দিল্লির গোলামি বরণ করার জন্য নয়। দেশ সীমানা, সীমান্ত, জান মালের নিরাপত্তা যদি সরকার না দিতে পারে, তবে পদত্যাগ করুক। ভারতের গোলামি দেশবাসী মেনে নেবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়