১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

এক্সবক্স রিমোট প্লে অ্যাপে যুক্ত হচ্ছে টাচ কন্ট্রোল

প্রতিদিনের ডেস্ক
আইওএস ও অ্যান্ড্রয়েডসহ মোবাইল প্লাটফর্মের জন্য এক্সবক্স রিমোট প্লে অ্যাপে নতুন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এখন থেকে ব্যবহারকারীরা কন্ট্রোলারের পরিবর্তে টাচ কন্ট্রোল ফিচারের মাধ্যমে রিমোট প্লে অ্যাপটিতে গেম খেলতে পারবে। খবর টেকটাইমস।
কোনো কন্ট্রোলার কেনা বা কানেক্ট করা ছাড়াই মোবাইল ব্যবহারকারীরা যাতে অ্যাপ ব্যবহার করে গেম খেলতে পারে, সে উদ্দেশ্যে এ ফিচারটি এনেছে এক্সবক্স। মাইক্রোসফটের লক্ষ্য গেমারদের সরাসরি তাদের মোবাইল স্ক্রিনে একটি নিরবচ্ছিন্ন এক্সবক্স গেমিংয়ের অভিজ্ঞতা দেয়া। সে লক্ষ্যেই নতুন ফিচারটি নিয়ে কাজ করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
ফিচারটি গেমারদের অন-স্ক্রিন টাচ কন্ট্রোল ব্যবহার করে তাদের কনসোল থেকে স্মার্টফোনে স্ট্রিমিং করা গেমগুলো নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এর আগে গেমারদের তাদের ফোনে স্ট্রিমিং কনসোল গেম খেলতে এক্সবক্সের নিজস্ব বা থার্ড পার্টি কন্ট্রোলার ব্যবহার করতে হতো। মাইক্রোসফট আশা করছে নতুন ফিচারটি রিমোট প্লে গেমারদের কাছে এক্সবক্স গেমিংকে আরো উপভোগ্য করে তুলবে।
বর্তমানে টাচ কন্ট্রোল ফিচারটি বেটা ভার্সনে রয়েছে। এটি ব্যবহার করতে আলাদা করে ব্লুটুথ কানেক্ট করার প্রয়োজন নেই। এক্সবক্স রিমোট প্লে ফিচারটিতে প্রবেশের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএসের স্টোর থেকে পৃথক বেটা অ্যাপ ডাউনলোড করা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়