২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৫৫৭ রানের লক্ষ্য ভারতের

প্রতিদিনের ডেস্ক
১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৪ উইকেটে ৪৩০ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জসস্বি জয়সওয়াল। এতে ৫৫৭ রানের বিশাল লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। রোববার রাজকোটে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ২ উইকেটে ১৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। শুবমান গিল ও জয়সওয়ালের ব্যাটে দিন শুরু করে স্বাগতিকরা। ব্যাট করতে নেমে আগের দিনের হাফসেঞ্চুরিকে আজ ডাবল সেঞ্চুরি পরিণত করেন জয়সওয়াল। যদিও সেঞ্চুরি হাঁকানোর পর রিটায়ার্ড হয়ে ফিরে গিয়েছিলেন তিনি। তবে ঠিকই ফিরে এসে বাকি কাজটিও সেরে নেন ভারতীয় ওপেনার। জয়সওয়াল ব্যাটিংয়ে থাকতেই ইনিংস ঘোষণা করে ভারত। ততক্ষণে তার ব্যাট থেকে এসেছে ২১৪ রান। ১৪ চার ও ১২টি ছক্কার ইনিংস সাজান তিনি। এটি জসওয়ালের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল-সেঞ্চুরি। ভারতের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুুরি হাঁকানোর কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার। শুবমান করেন আক্ষেপের ৯১ রান। অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ১৫১ বলে তার ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কার মার। এছাড়া প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো অভিষিক্ত ব্যাটার সরফরাজ আহমেদ এই ইনিংসেও ফিফটি হাঁকান। এই ইনিংসে ৬ চার ও ৩ ছক্কায় ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। অবশেষে ৯৮ ওভারে ৪ উইকেটে ৪৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে রাজকোটে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ভারত। রোহিত শর্মা ও রবীন্দ্রা জাদেজা সেঞ্চুরি হাঁকান। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও শেষটা ভালো করতে পারেনি ইংল্যান্ড।বেন ডাকেট ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ইংলিশদের ইনিংস প্রথম ইনিংস থামে ৩১৯ রানে। ফলে ১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়