২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

আসক-এর চেঞ্জ এজেন্টেদের নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

রুহুল আমিন, দেবহাটা
আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় ‘স্টেপ আপ দি ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্’ প্রকল্পটি নেদারল্যান্ডস এর অর্থায়নে শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শিশুদের সকল প্রকার সুরক্ষার জন্য যোগাযোগ, এডভোকেসি, নেটওয়ার্কিং, কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ এর মাধ্যমে চেঞ্জ এজেন্টেদের নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৪-২৫ ফেব্রুয়ারি, সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণের এর উদ্ভোধন করেন শিক্ষাবিদ অধ্যক্ষ ড. দিলেরা বেগম। প্রশিক্ষণটি পরিচালনা করেন আসক-এর প্রজেক্ট অফিসার আলী রাজ, রাহিমা বেগম ও আজহারুল ইসলাম। আসক এর প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামানের প্রশিক্ষনটির সমাপনী অনুষ্ঠানে শিশুদের সকল প্রকার শোষন ও শিশু যৌন নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় এবং শিশুদের পরবর্তী কর্মপরিকল্পনা প্রনয়নে সহায়তা করেন। প্রশিক্ষণে শিশুর অধিকার, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন এবং এর ফলাফল, শিশু নেতা কেন? শিশু নেতার যোগাযোগ কর্মকান্ড, শিশু সুরক্ষায় এডভোকেসি, নেটওয়ার্কিং ও নেগসিয়েশন, কেইস ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় শিশুদের অংশ গ্রহণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন স্কুলের ২৫ জন শিক্ষার্থী হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়