মৎস্য অধিদপ্তরের আয়োজনে যুব উৎসব উদযাপন

0
13

শামীম হাসান সুজন, শরণখোলা
প্রশিক্ষিত যুবক উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কোম্পানেন্ট-৩ মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে বারটি গ্রামের মৎস্যজীবী পরিবারের বেকার সন্তানদের নিয়ে বর্ণাঢ্য ৱ্যালী আলোচনা সভা ক্রীড়া মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরন করা হয়। শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীবের সভাপতিত্বে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সিএফ টেকনিক্যাল মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ অফিসার রবিউল ইসলাম সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ক্লাস্টার অফিসার মোঃ সাইফুল আলম সরকার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দাস অনুষ্ঠানের প্রধান অতিথি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মকর্তা আবু নাসের শরাফত তখন উপস্থিত ছিলেন ৩ নং দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন জমাদ্দার। অনুষ্ঠানে বক্তারা বলেন মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে শরণখোলা উপজেলার বারটি গ্রামের মৎস্যজীবী পরিবারের বেকার সন্তানদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এতে করে মৎস্যজীবী পরিবারের কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।